টিকটকের মতো ভারতে বন্ধ হতে পারে ফেসবুকও! চিন্তিত খোদ জুকারবার্গ
স্মার্ট ফোন অ্যাপের বাজারে ভারতে জনপ্রিয় হয়ে ওঠা ‘টিকটক’ ব্যান হওয়া নিয়ে এবার ফেসবুক প্রধান মার্ক জুকেরবার্গ চিন্তা প্রকাশ করলেন। তিনি ফেসবুক কর্মচারীদের বলেন, ‘ভারত সরকারের টিকটককে নিষিদ্ধ করার পদক্ষেপ যথেষ্ট উদ্বেগজনক।’
খুব সাধারনত বলা যায় যে, ভারতে নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির মধ্যে টিকটক ছিল সর্বাধিক জনপ্রিয়। ভারতে এই প্ল্যাটফর্মে প্রায় ২০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ছিল।
ক্যাসি নিউটনের অনুসারে, চিন্তিত মার্ক জুকেরবার্গ ভারতে টিকটক ব্যানকে কেন্দ্র করে। তিনি জানিয়েছেন,’ভারত যদি ২০০ মিলিয়ন ব্যবহারকারীর একটি প্লাটফর্মকে নিষিদ্ধ করতে পারে, তবে সুরক্ষা এবং গোপনীয়তার ক্ষেত্রে কিছু ভুল না হলেও ফেসবুককেও নিষিদ্ধ করা হতে পারে।’
ফেসবুক প্রধান মার্কের কাছে এই ঘটনা উদ্বেগজনক, ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে জাতীয় সুরক্ষা নিয়ে লড়াই করছে ফেসবুক। মার্ক জুকেরবার্গের এই প্লাটফর্মটিকে নির্বাচন, বিদ্বেষমূলক বক্তব্য ইত্যাদি একাধিক ইস্যুতে লড়াই করতে হচ্ছে।
ফেসবুককেও নিষিদ্ধ করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে জুকেরবার্গের, টিকটক ব্যান করা থেকে শুরু করে জাতীয় নিরাপত্তার বিষয় দেখিয়ে এমনটাই দাবি করা হয়েছে।
যদিও, ফেসবুককে ভারতে এখনও পর্যন্ত কোনও সমস্যায় পড়তে হয়নি । তবে অন্যান্য দেশের সরকারের সঙ্গে অবস্থা যাচাই করে ভারতে তাঁদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা সম্পূর্ণ ভুল নয়। বর্তমানে হোয়াটসঅ্যাপও ফেসবুকের সঙ্গে যুক্ত।যদি ভারতে ফেসবুক বন্ধ হয় তবে হোয়াটসঅ্যাপের কি হবে, তা নিয়েও উঠছে প্রশ্ন।
সত্যি বলতে টিকটক প্রসঙ্গে ভারত সরকারের যা বক্তব্য ছিল,’এই অ্যাপটি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের সুরক্ষায় প্রশ্নচিহ্ন তৈরি করছে। এই অ্যাপের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ রয়েছে। তাই ২০০ মিলিয়ন ব্যবহারকারী থাকা সত্বেও নিষিদ্ধ করা হবে টিকটক।’ বর্তমানে তাই টিকটককে কেন্দ্র করে খুব চিন্তিত ফেসবুক টিম।
Comments
Post a Comment