Posts

pubg বন্ধ হলে কি করবেন মহেন্দ্র সিং ধোনি

Image
 সীমান্তে ভারত-চিন সংঘর্ষের প্রেক্ষিতে TikTok, UC Browser, Helo-সহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র! এবার সেই তালিকায় যুক্ত হতে পারে নেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় খেলা PUBG। কড়া নজরদারি রয়েছে, যে কোনও সময় নিষেধাজ্ঞা জারি হতে পারে। আর এমনটা হলে কি করবেন মহেন্দ্র সিং ধোনি? PUBG নিষিদ্ধ হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন মাহি। এমনটাই জানিয়েছেন তাঁর স্ত্রী সাক্ষী।     ধোনির আইপিএল দল চেন্নাই সুপার কিংস-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাক্ষী বলেন, "PUBG নিয়েই এখন বেশিরভাগ সময় কাটে তার (ধোনি)। ক্রিকেট নেই বলে এখন ও পাবজি খেলে নিজেকে ব্যস্ত রাখতে চায়। লকডাউনের সময় ধোনি এতটাই PUBG-তে মজে ছিল যে ঘুমোতে যাবার সময়ও সে PUBG সঙ্গে নিয়ে যেত... এমনকি ঘুমের মধ্যেও PUBG নিয়ে বিড় বিড় করে নানা কথা বলত।"

মুক্তির তিন ঘন্টায় রেকর্ড রেটিং, কেবল বলিউড না হলিউডের সমস্ত রেকর্ড ভাঙল সুশান্তের দিল বেচারা ll

Image
সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার অন্যতম প্রতীক্ষিত ছবি ছিল। ২৪ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে 7 টায় মুভিটি ডিজনি + হটস্টারে প্রকাশিত হয়েছে , এখন প্রায় 3 ঘন্টা পরে, সুশান্তের মুভিটি 10/10 এর আইএমডিবি রেটিংয়ে দাঁড়িয়েছে। 

টিকটকের মতো ভারতে বন্ধ হতে পারে ফেসবুকও! চিন্তিত খোদ জুকারবার্গ

Image
স্মার্ট ফোন অ্যাপের বাজারে ভারতে জনপ্রিয় হয়ে ওঠা ‘টিকটক’ ব্যান হওয়া নিয়ে এবার ফেসবুক প্রধান মার্ক জুকেরবার্গ চিন্তা প্রকাশ করলেন। তিনি ফেসবুক কর্মচারীদের বলেন, ‘ভারত সরকারের টিকটককে নিষিদ্ধ করার পদক্ষেপ যথেষ্ট উদ্বেগজনক।’ খুব সাধারনত বলা যায় যে, ভারতে নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির মধ্যে টিকটক ছিল সর্বাধিক জনপ্রিয়। ভারতে এই প্ল্যাটফর্মে প্রায় ২০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ছিল। ক্যাসি নিউটনের অনুসারে, চিন্তিত মার্ক জুকেরবার্গ ভারতে টিকটক ব্যানকে কেন্দ্র করে। তিনি জানিয়েছেন,’ভারত যদি ২০০ মিলিয়ন ব্যবহারকারীর একটি প্লাটফর্মকে নিষিদ্ধ করতে পারে, তবে সুরক্ষা এবং গোপনীয়তার ক্ষেত্রে কিছু ভুল না হলেও ফেসবুককেও নিষিদ্ধ করা হতে পারে।’ ফেসবুক প্রধান মার্কের কাছে এই ঘটনা উদ্বেগজনক, ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে জাতীয় সুরক্ষা নিয়ে লড়াই করছে ফেসবুক। মার্ক জুকেরবার্গের এই প্লাটফর্মটিকে নির্বাচন, বিদ্বেষমূলক বক্তব্য ইত্যাদি একাধিক ইস্যুতে লড়াই করতে হচ্ছে। ফেসবুককেও নিষিদ্ধ করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে জুকেরবার্গের, টিকটক ব্যান করা থেকে শুরু করে জাতীয় নিরাপত্তার বিষয় দেখিয়ে এমনটাই দাবি করা...